Wellcome to National Portal
Main Comtent Skiped

aaa

এক নজরে উপজেলা সমবায় কার্যালয়নেছারাবাদ, পিরোজপুর

সমবায় অফিস আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম সংস্থা হিসেবে পরিচিত লাভ করেছে। এটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনাণয়ের অধীনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রুট লেভেলের কার্যালয় যা উপজেলা সমবায় কার্যালয়, নেছারাবাদ, পিরোজপুর নামে অভিহিত। সমবায় সমিতি নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণ কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দলোনকে সহায়তা করা ও জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা উপজেলা সমবায় কার্যালয় এর মূল কাযক্রম।

বর্তমানে নেছারাবাদ উপজেলা সমবায় কার্যালয় সমিতি সংক্রান্ত তথ্যঃ-

১. কেন্দ্রীয় সমবায় সমিতি : ১ টি (পউবো)।

কেন্দ্রীয় সবি-০১টি

২. প্রাথমিক সমবায় সমিতি : (ক) সাধারণ – ২৬৩ টি

() (পউবো) – ৭৯ টি

মোটঃ ৩৪২ টি


৩. সদস্য সংখ্যা : (ক) পুরুষ - ২০,৮৫৬ জন

(মহিলা  - ১০,০৩৯ জন 

মোটঃ৩০৮৯৫   

৪. পরিশোধিত শেয়ার মূলধন - ৩৬৬.১৭ (লক্ষ টাকায়)

৫ .সঞ্চয় আমানত - ১৯১৫.০৬ (লক্ষ টাকায়)

৬. কার্যাকারী মূলধন - ৩৪২৯.৬৬ (লক্ষ টাকায়)

৭. আত্ম কর্মসংস্থান - (ক) পুরুষ ৪৯৯৩ জন।

- (খ) মহিলা-৪৩০৩ জন।

৮.রাজস্ব প্রদান : (ক) অডিট ফি

(খ) অডিট ফির ভ্যাট

(গ) সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ)।